muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আখাউড়ায় চলন্ত ট্রেন দেখে লাফিয়ে নদীতে; নিহত ৩

আখাউড়ায় চলন্ত ট্রেন দেখে লাফিয়ে নদীতে; নিহত ৩

আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে ব্রিজ থেকে তিতাস নদীতে লাফিয়ে ৩ জন নিহত হয়েছে। এ সময় নদীতে আরও তিনজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিখোঁজদের উদ্ধারে আখাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়ার খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান মাজারে আসতে শুরু করে। ওরস উপলক্ষে মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইন ধরে হাজার হাজার ভক্ত আশেকান রেলপথে ভীড় জমায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে কেল্লা বাবার মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা শতশত ভক্ত আশেকান ট্রেন দেখে ছোটাছুটি শুরু করে। এ সময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

Tags: