muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সেন্টমার্টিনে ভেসে এল অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

সেন্টমার্টিনে ভেসে এল অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, গলাচিপা সৈকতে দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। মরদেহগুলো পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের একজন নারী ও আরেকজন পুরুষ। তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: