ক্রিড়া ডেস্ক:
কোপা আমেরিকার বিশেষ আসরের প্রথম ম্যাচটি বিশেষ করে তুলতে পারেনি ব্রাজিল। গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কার্লোস দুঙ্গার দল। তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল হাইতি।
বাংলাদেশ সময় ভোর ৫.৩০টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।
প্রথম ম্যাচে ব্রাজিল ড্র করলেও হাইতি ১-০ গোলে হার মেনেছে পেরুর সঙ্গে।
অবশ্য পেরুর বিপক্ষে দারুণ খেলেছিল তারা। তাই বলে ৮বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিলকে চোখ রাঙাতে পারবে না তারা। র্যাঙ্কিংয়ে ৭১তম অবস্থানে থাকা হাইতির বিপক্ষে দুঙ্গাবাহিনী যদি ড্র করে তবে সেটা পরাজয়েরই সামিল হবে।
অবশ্য ব্রাজিল সেইমানের ছন্দে নেই। থাকবে কী করে? তাদের দলে নেই যে নেইমার, ডগলাস, কাকা, গুস্তাভো, রাফিনহা, রিকার্ডো ও এন্ডারসনরা যে স্কোয়াডে নেই। তাদের ছাড়া তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েছেন দুঙ্গা।
এখন দেখা যাক এই দল নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে কিনা হলুদ রঙের জার্সিধারীরা।
মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান