ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ১৯ অঞ্চলের ওপর দিয়ে।
রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার রাতে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, কয়েকদিনের টানা বৃষ্টির পর শনিবার সকালে সূর্যের দেখা পেয়েছিল রাজধানীবাসী। সারাদিন আকাশ ছিল পরিষ্কার। কিন্তু সন্ধ্যা থেকে জমতে থাকে মেঘ। রাত সাড়ে ৮টার দিকে নামে অঝোরধারায় বৃষ্টি।
ভারী বৃষ্টিতে আটকে যায় রাজধানীর সড়কগুলো। দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন ঘরেফেরা কর্মজীবী মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সড়কের পাশে থাকা ভাগ্যহীন মানুষেরা। রোববার ভোর থেকেও বৃষ্টি চলমান। ফলে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।