যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগের অদূরে শাহিদা পেট্রোল পাম্পের সামনে যশোরগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা দু'জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন যাত্রী।
রোববার (১৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের জনৈক এক বৃদ্ধ। নিহত দু'জনের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বসুন্দিয়া মোড়ের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা ৩টার সময় বসুুিন্দয়া থেকে আটজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শাহিদা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী যশোরের সৈয়দ মোল্যা (৬০) এবং এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অন্য ছয়জন যাত্রী।
মনওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ঢাকার ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।