অস্ট্রেলিয়াকে উড়িয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে জয় পায় দলটি। আর এ জয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল।
আজ বুধবার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় শেষ চারের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে আধিপত্য দেখায় ইংল্যান্ডের মেয়েরাই। ম্যাচের ৩৬তম মিনিটে ইংলিশদের এগিয়ে নেন এলা টুনে। তবে বিরতির পর ৬৩তম মিনিটে সকারুদের সমতায় ফেরান স্যাম কের। কিন্তু ৭১তম মিনিটে লরেন হেম্প এগিয়ে নেওয়ার পর ৮৬তম মিনিটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যালেসিয়া রুশো।
এর আগে আসরের প্রথম সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন।
আগামী ২০ আগস্ট পর্দা নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ আসরের। ওইদিন ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।