muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঝিনাইদহে ৩০ লাখ টাকার মাদক ধ্বংস

ঝিনাইদহে ৩০ লাখ টাকার মাদক ধ্বংস

ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় জমা করে রাখা অনুমানিক ৩০ লাখ টাকার বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে আদালত আঙ্গিনায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম, মো. ওয়াজিদুর রহমান, মেঘা গুপ্তা এবং মোছা. জেসমিন নাহার।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইমামুল ইসলাম জানান, ৩৭টি মামলার আলামত হিসাবে মাদকগুলো আদালতের মালখানায় জমা করা ছিল। যা চলতি মাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ে পরিচালনা করা অভিযানে মাদকগুলো আলামত হিসাবে জমা করা হয়েছিল।

তিনি আরও জানান, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে দেশি মদ ৩৮ লিটার, বিদেশি মদ ২৬ লিটার, গাঁজা ২০ কেজি ৬৪০ গ্রাম, ভারতীয় ফেনসিডিল ১৯১ বোতল, ইয়াবা ৩১৭৮ পিস, ভারতীয় ট্যাপেনটাডল সিরাপ ৭৯০০ পিস এবং নিষিদ্ধ রুপালি বিড়ি ৭৮৯০ প্যাকেট।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর জমা করা মাদক প্রতি মাসেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়ে থাকে। আজ কমপক্ষে ৩০ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

Tags: