muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কারাবন্দিদের আইনি সহায়তা দিতে নির্দেশ

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

দেশের কারাবন্দিদের আইনি সহায়তা দেওয়ার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কীভাবে আইনি সহায়তা দেওয়া যায় তার উপায় বের করার কথাও বলেন।

 

বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল-আমিন এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) এর প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

 

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক আইনগত সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনে এক্ষেত্রে দেশব্যাপী কর্মশালা আয়োজনের পরামর্শ দেন। তা ছাড়া জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কারাবন্দিদের জন্য মাথাপিছু ব্যয় বাড়ানোর বিষয়েও তিনি জোর দেন।

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: