muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জনগণের পুষ্টি চাহিদা পূরণে সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের পুষ্টিমান উন্নত না হলে দেশের কোনো উন্নয়ন কর্মসূচি সফল হতে পারে না।’

 

বৃহম্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে ‘স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাতে চলমান কর্মসূচি উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পুষ্টিখাতকে দেশের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে সরকার দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে চায়।

 

সভায় মা ও শিশুর স্বাস্থ্যের মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় মোহাম্মদ নাসিম বলেন, এ জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, মাতৃমৃত্যু হার কমানোর জন্য নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার মিডওয়াইফ প্রশিক্ষণ জোরদার করেছে। প্রশিক্ষিত মিডওয়াইফদের কমপক্ষে তিন বছর গ্রাম পর্যায়ে পদায়ন করা হয়েছে। যাতে গ্রামের প্রসূতি মায়েরা দক্ষ ধাত্রীর সেবা পায়।

 

দেশের কমিউনিটি ক্লিনিকে এখন নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে জানিয়ে নাসিম বলেন, প্রসূতি মায়েরা যেন প্রাতিষ্ঠানিক সেবা নিয়ে নিরাপদ প্রসব সম্পন্ন করতে পারে,  সেজন্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি গ্রামের স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নিপোর্টের মহাপরিচালক রৌনক জাহান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: