muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশন নিতে চান না ডিএমপি কমিশনার

কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশন নিতে চান না ডিএমপি কমিশনার

কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশন নিতে চান না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার বিএনপির গণমিছিল প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

বিএনপির গণমিছিলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে। আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়, তাদের আমরা অনুমতি দিলাম, তাদের দায়িত্বটা বড়। কথায় কথায় তাদের সঙ্গে অ্যাকশন নেওয়া ,এসব করতে চাই না।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তার পরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তার দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।’

গণমিছিল নিয়ে ডিএমপির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি কী? আমাদের পুলিশ থাকবে। তাদের (বিএনপি) অনুমতি দিয়েছি শর্তসাপেক্ষে। শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভবিষ্যতে যদি তারা বারবার শর্ত ভঙ্গ করে, তার দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যতটুকু কঠোর হওয়া দরকার, আমরা ততটুকু কঠোর হব।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে আজ যুগপৎভাবে ঢাকায় গণমিছিল করছে দলটি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট এবং বিএনপির সমমনা দল ও জোট এ কর্মসূচি পালন করছে।

Tags: