রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম ওরফে রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (১৮ আগস্ট) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে খিলক্ষেত থেকে রাইসুলকে গ্রেপ্তার করা হয়েছে। রাইসুল রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার। তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, রামপুরা থানার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
গ্রেপ্তার রাইসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।