muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

ছাত্রলীগের সমাবেশের তারিখ পরিবর্তন

ছাত্রলীগের সমাবেশের তারিখ পরিবর্তন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ডাকা সমাবেশের তারিখ পরিবর্তন করেছে ছাত্রলীগ। ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর হবে এই ছাত্রসমাবেশ।

শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠেয় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, সমাবেশটি ওই দিন বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: