muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিক্ষাকে সহজ করে জণগণের কাজে লাগানোর আহ্বান

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

শিক্ষাকে সহজ করে জণগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ৯৬তম ও ৯৭তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণে আপনারা যা অর্জন করেছেন তা জণগণের কল্যাণে কাজে লাগাতে হবে। মিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়েনর দায়িত্ব আপনাদের ওপর। মনে রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের প্রতিনিধি।

 

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ পরিশ্রমের কথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে আপনারা যদি সঠিকভাবে আঞ্জাম না দেন কোনো স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব নয়। তাই দেশের স্বার্থে নিঃস্বার্থ পরিশ্রম করে যেতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দক্ষতার সাথে কাজে লাগাতে হবে।

 

কাজের ক্ষেত্রে সততা অবলম্বনের প্রতিও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের।

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: