ঢাকা মহানগর দক্ষিণে থানা পর্যায়ে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে দলটি।
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে এ চিঠি দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবেন।
চিঠিতে আরও বলা হয়, ‘মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।