muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিলারি স্থানীয় সময় রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হয়েছে।

এতে ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ায়। ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কারণ, ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রোববার বিকালে ঘণ্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানে।

Tags: