এশিয়া কাপের ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন পেস বোলার এবাদত হোসেন। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এই তারকা পেসার।
এশিয়া কাপে এবাদত হোসেনের জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানান, এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।
Tags: