মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, জঙ্গি দমনে আইনশৃংখলা বাহিনীর সাঁড়াশি অভিযানে বিএনপির ভয় পাওয়ার কারণ নেই। এই অভিযান বিএনপির বিরুদ্ধে নয়, এটা জঙ্গিবাদের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, জাসদের নাজমুল হক প্রধান, মীর হোসেন আক্তার, জেপির শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, ড. শহীদুল্লাহ শিকদার, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ।
জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাশেদ খান মেনন বলেন, ‘আজকে বিএনপি মহাসচিব সাঁড়াশি অভিযানে বিএনপির উপর চড়াও হওয়ার ভয় করেছেন। কিন্তু বিএনপি যদি তাদের আশ্রয়-প্র্রশ্রয় না দেয়, তাহলে তাদের ভয় পাওয়ার কারণ নেই।
‘এই অভিযান বিএনপির বিরুদ্ধে নয়। এটা জঙ্গিবাদের বিরুদ্ধে।’
সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক ও উন্নয়ন অগ্রগতির বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান