মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনের তিনটি গুরুত্বপূর্ণ পদে রোববার লোকবল নিয়োগ দেওয়া হবে।
গত ৬ জুন প্রো-ভিসি (শিক্ষা), প্রো-ভিসি (প্রশাসন) ও কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ায় পদ তিনটি শূন্য হয়। আগামী চার বছরের জন্য এ সব পদে নিয়োগ দেওয়া হবে।
তিন পদে নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পদ তিনটিতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২০১২ সালের ৫ জুন তৎকালীন প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান পদত্যাগ করেন। পরের দিন প্রো-ভিসি পদটি ‘শিক্ষা’ ও ‘প্রশাসন’ দুই ভাগে ভাগ করা হয়। পরে ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরিন আহমাদকে প্রো-ভিসি (শিক্ষা) এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইনকে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়। কোষাধ্যক্ষ পদে নিয়োগ পান আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, চলতি মাসেই পরবর্তী চার বছরের জন্য শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। তাদের নিয়োগ একই দিনে কার্যকর হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান