muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে পাকিস্তানসহ আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তান ১১ হাজার ৮২০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর ৩ হাজার ৯১০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক ২ হাজার ১১০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ টন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ এসেছে।

উল্লেখ্য, দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত কয়েক মাস আগে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। তবে সম্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানির ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক ধার্য করেছে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এতে ফের অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার।

Tags: