আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলংকা ও পাকিস্তানে হতে যাওয়া সেই টুর্নামেন্টে এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন সাকিব।
এদিন রাত সাড়ে ১১টার দিকে সাকিব ফেসবুকে লেখেন, 'আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…।' এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ লাখ ৩০ হাজার প্রতিক্রিয়া পড়েছে। যার মধ্যে প্রায় ১ লাখই হাসির প্রতিক্রিয়া। অর্থাৎ, সাকিবের পোস্টটি যে খেলাধুলা সম্পর্কিত নয় সেটি ধরে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
আজ দুপুরেও ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছিলেন সাকিব। জার্সি পরিহিত অবস্থায় পেছন থেকে একটি ছবি আপলোড করেন তিনি। যেখানে বড় করে লেখা জার্সি নম্বর ৬৭। নিচে ছোট করে লেখা ৭৫ ও ৭৮।
এশিয়া কাপের প্রস্তুতি নিতে দলের সঙ্গে শেষ সময়ে যোগ দিয়েছেন সাকিব। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লংকান প্রিমিয়ার লিগ খেলেছেন এই তারকা।