muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাকিবের রহস্যময় সেই স্ট্যাটাসের কারণ জানা গেল

সাকিবের রহস্যময় সেই স্ট্যাটাসের কারণ জানা গেল

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলংকা ও পাকিস্তানে হতে যাওয়া সেই টুর্নামেন্টে এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলে দিয়েছিলেন সাকিব। এবার জানা গেল সেই স্ট্যাটাসের কারণ। মূলত, বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রচারণায়ই সেই স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে দেওয়া সেই স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, 'আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…।' অবশ্য সেই পোস্টে ভক্তরা হাসির প্রতিক্রিয়া দিয়ে আগেই ধারণা করেছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট বিষয় নয় সেটি।

আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে সাকিব আবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজেই খোলাসা করলেন ব্যাপারটি। মোবাইলে লেনদেন কোম্পানি নগদের প্রচারণাই ছিল সেই স্ট্যাটাসের মূল উদ্দেশ্য।

ফেসবুক পোস্টে একটি ভিডিও জুড়ে দিয়ে সাকিব লেখেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপ এর টিকেট সহ হাজার হাজার পুরষ্কার। এখন খেলবে তো বাংলাদেশ।’

Tags: