muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মৃতরা হলেন, গোবরাপাড়ার আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫)।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ির পেছনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লাগে তাসলিমার। বিষয়টি টের পেয়ে মা মরিয়ম খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

Tags: