ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা খন্দকার মুশতাক আহমেদ অবশেষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তিনি গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে আজ শনিবার নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘আইডিয়াল স্কুলের দাতা সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। এ প্রতিষ্ঠানের সঙ্গে এখন আমার আনুষ্ঠানিক কোনো সম্পর্ক থাকবে না।’
পদত্যাগের বিষয়ে আইডিয়ালের গভর্নিং বডির সভাপতি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, মুশতাক আহমেদের পদত্যাগপত্র তারা পেয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।
প্রসঙ্গত, রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন মুশতাক আহমেদ। পরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর বাবা। তাদের বিয়ের বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।