muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

চট্টগ্রামে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

1280x720-XT2

শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন ওই ঘাঁটিতে বুধবার বেলা ১১টা ৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের ম্যানেজার নূর ই আলম জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত কপ্টারটি ছিল একটি এমএই-১৭ হেলিকপ্টার।

আহতরা হলেন- স্কোয়াড্রন লিডার শাফায়াত, পাইলট অফিসার ফুয়াদ এবং সার্জেন্ট ফেরদৌস।

শাফায়েত ও ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ফুয়াদকে চট্টগ্রাম নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের ম্যানেজার নূর ই আলম বলেন, “১০টা ৩৫ এ আকাশে থাকা অবস্থায় কপ্টার থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। এরপর ১১টা ৬ মিনিটে সেটি রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।”

এ পরিস্থিতিতে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহ আমানতে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয় বলে জানান তিনি।

Tags: