সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির নতুন ছবি দেখল পৃথিবীবাসী। গতকাল সোমবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশযান জুনো থেকে পাঠানো বৃহস্পতি গ্রহের নতুন ছবি প্রকাশ করেছে। ছবিতে বৃহস্পতি বার জুপিটার গ্রহের ঝড়ও দেখা যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মেঘ থেকে ১৪ হাজার ৬০০ মাইল উপর থেকে ছবিগুলো তুলেছে জুনো।
নাসা জানায়, ২০১৯ সালের জুলাইয়ে ২৪তম ঘূর্ণনের সময় এই ছবিগুলো তুলেছিল জুনো। তারা জানায়, আমাদের মহাকাশযান জুনো বৃহস্পতির উত্তর গোলার্ধের ঝড়ের ছবি তুলেছে। ২০১৯ সালে গ্যাসে পূর্ণ এই গ্রহ প্রদক্ষিণের সময় এই ছবি তোলা হয়। তখন মেঘ থেকে ১৪ হাজার ৬০০ মাইল ওপরে ছিল জুনো।
নাসা আরও জানায়, ২০১৬ সালে বৃহস্পতিতে পৌঁছায় জুনো। সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহ ও তার উপগ্রহ নিয়ে গবেষণা শুরু করে। গবেষণার মূল লক্ষ্য পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা।
ছবিতে দেখা যায়, বৃহস্পতির ওপরের এই ঝড় নীল-সাদা বর্ণের। দেখতে অনেকটা সমুদ্রের ওপর ঘূর্ণিঝড়ের মতো।
ইতোমধ্যে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেভাইরাল হয়ে গেছে। ছয় লাখেরও বেশি লাইক পড়েছে। হাজার হাজার কমেন্ট আসছে।
বৃহস্পতি গ্রহের বায়ুমন্ডল মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পূর্ণ। অন্যান্য কিছু গ্যাসও আছে। ২০১৬ সাল থেকে এই গ্রহের তথ্য সংগ্রহ করছে জুনো।