muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৩৪৮ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৭ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৯৪৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮১৮ জন ঢাকার এবং ৪ হাজার ৫৩০ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন। তাদের ৫৮ হাজার ৬১০ জন ঢাকায় এবং ৬৬ হাজার ৭৩২ জন ঢাকার বাইরে।

Tags: