যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর হুমকি উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। দেশটি আজ শনিবারও কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
এর কয়েকদিন আগে দেশটি দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যাকে দেশটি দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুর ওপর পরমাণু হামলা হিসেবে উল্লেখ করে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ইয়োলো সি'র দিকে উত্তর কোরিয়া তাদের সবশেষ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এসব বিশ্লেষণ করছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সম্পূর্ণ প্রস্তুতির ভঙ্গি বজায় রাখছে।
এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানায়, তারা দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।