অত্যাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুরা রাশিয়াকে হুমকি দেওয়ার আগে দুইবার চিন্তা করবে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বোরিসভ বলেন, যুদ্ধকালীন দায়িত্বে সারমত ক্ষেপণাস্ত্রগুলোকে মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থা তাস তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বোরিসভ আরও বলেছেন, সারমত কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আরএস-২৮ সারমত ১০ টন ওজনের এমআইআরভি ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরু যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।
এদিকে রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে গতকাল শুক্রবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি কথা বলেছেন। তবে তিনি জানিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের রিপোর্টে নিয়ে কথা বলার অবস্থানে নেই।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুতিন বলেছেন, রাশিয়ার অস্ত্রাগারের বেশ কয়েকটি উন্নত অস্ত্রের মধ্যে একটি হচ্ছে সারমত। এটি শিগগিরই মোতায়েনের জন্য প্রস্তুত হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।