muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পরিবর্তন হতে পারে এশিয়া কাপের ভেন্যু

পরিবর্তন হতে পারে এশিয়া কাপের ভেন্যু

চলমান এশিয়া কাপে আয়োজক পাকিস্তান হলেও, সহ-আয়োজকের ভূমিকা রয়েছে শ্রীলংকা। দেশটিতেও ম্যাচের সংখ্যাও বেশি। তবে এই মৌসুমে শ্রীলংকায় বৃষ্টি হওয়ায় সমালোচনার মুখে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ইতোমধ্যে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

অবশেষে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত আসছে। ম্যাচগুলো অবশ্য শ্রীলংকাতেই থাকবে। তবে সেটা অন্য রাজ্যে অনুষ্ঠিত হতে পারে। এমনটাই জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

হাইব্রিড মডেলে আসরের ৯টি ম্যাচ শ্রীলংকায় সরিয়ে আনে ভারত। যেখানে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের ভেন্যু ছিল ক্যান্ডির পাল্লেকেলে। তবে এবার কলম্বো থেকেও ম্যাচ সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সরিয়ে নিতে সব পক্ষই এখন এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। ফাইনালসহ ৬টি ম্যাচ হবার কথা ছিল প্রেমাদাসা স্টেডিয়ামে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, কলম্বোয় আরও দুই সপ্তাহ টানা বৃষ্টি হবে। এমনকি কয়েকদিনে ভারী বর্ষণে কলম্বোর উত্তর অংশে বন্যা দেখা দিয়েছে। প্রেমাদাসাও কলম্বোর উত্তরেই অবস্থিত। সেক্ষেত্রে ফাইনাল তো বটেই, সুপার ফোরের ম্যাচগুলোও পণ্ড হয়ে যেতে পারে।

বিকল্প ভেন্যু হিসেবে হাম্বানটোটার নাম আসতে পারে। শ্রীলংকার দক্ষিণের এই শহরে আগামী কয়েক দিন বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নেই। তা ছাড়া এখানে কদিন আগেই হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান সিরিজ।

এদিকে এশিয়া কাপের ম্যাচগুলো ভেসে গেলে দলগুলোর তেমন ক্ষতি না হলেও বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। তাই সব দিক বিবেচনায় ভেন্যু বদলানোর ব্যাপারে দুই পক্ষই এখন বেশ সিরিয়াস। দুই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডও (এসএলসি ও পিসিবি) এতে সম্মতি দিয়েছে।

Tags: