muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

১০ উইকেটের জয়ে সুপার ফোরে ভারত

১০ উইকেটের জয়ে সুপার ফোরে ভারত

এশিয়া কাপে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয় নেপাল। ইনিংস বিরতির পর ব্যাটিংয়ে নামে ভারত। তবে ২ ওভার ১ বল হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ গড়িয়েছে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে। তাতে ২৩ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানে। এই লক্ষ্যকে ‘ডালভাত’ বানিয়ে ২০ ওভার ১ বলে দশ উইকেটের জয় পায় ভারত। রোহিত শর্মা ৫৯ বলে ৭৪ রানে এবং শুভমান গিল ৬২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের সঙ্গী হয়ে সুপার ফোরে উঠে গেল ভারত। এর আগে পাকিস্তানের বিপক্ষে নেপাল হার দেখলেও ভারতের ম্যাচ পরিত্যক্ত হয়।

নেপালকে অল্প রানে বেধে ফেলার আশায় এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজকের ম্যাচে ছিলেন না জাসপ্রিত বুমরাহ। তার অভাব বেশ ভালোভাবেই টের পেল ভারত। মোহাম্মাদ সিরাজ-মোহাম্মদ শামিদের ছন্নছাড়া বোলিংয়ে একের পর এক বাউন্ডারি আদায় করে নেন নেপালের ব্যাটারা। ফিল্ডিংও ছিল যাচ্ছেতাই। প্রথম ৫ ওভারের মধ্যেই মিস হয় তিনটি সহজ ক্যাচ। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়েই তুলেছে ৬৫ রান।

৬৫ রানের মাথায় শার্দূল ঠাকুরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল ব্রুটেল। যাওয়ার আগে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। এরপর শুরু হয় বাঁহাতি স্পিনার জাদেজার তোপ। ৭৭ রানের মাথায় ভিম শারকিকে ফেরানোর পর ৯৩ রানের মাথায় জাদেজা ফেরান নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে। ১০১ রানের মাথায় কুলশল মাল্লাকেও আউট করে দেন জাদেজা। আর ১৩২ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে আসিফকে ফেরান সিরাজ। ১৪৪ রানের মাথায় গুলশান ঝাকেও ফেরান সিরাজ।

এরপর সপ্তম উইকেটে দারুণ এক জুটি গড়েন দিপেন্দ্র সিং আয়ার ও সোমপাল কামি। জুটিতে ৫০ রান পূর্ণ হওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বলে লেগ বিফোর হন দিপেন্দ্র। ২২৮ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ফেরেন সোমপাল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ১০ বল আগেই ২৩০ রানে অলআউট হয় নেপাল।

Tags: