muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোন

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোন

দেশের বেসরকারি টেলিকম অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে। নেটওয়ার্ক বিভ্রাটের কারণে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে অনেকেই কল, মেসেজেসহ ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। অবশ্য গ্রামীণফোন বলছে, সমস্যার সমাধান হয়েছে।

গ্রামীণফোনের কয়েকজন সেবাগ্রহীতা জানান, সন্ধ্যা ছয়টা থেকে আধা ঘণ্টার বেশি সময় তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে অবশ্য তারা নেটওয়ার্ক পেয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না বলে অনেকে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে গ্রামীণফোনের এক প্রতিনিধি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, কারিগরি ত্রুটির কারণে সাময়িক নেটওয়ার্ক বিভ্রাট দেখা দেয়। তবে দ্রুতই তা ঠিক হয়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় দুই ঘণ্টা গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।

Tags: