হঠাৎ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সব ম্যাচের জন্য নয়। কেবল মাত্র ভারত-পাকিস্তান ম্যাচেই থাকছে রিজার্ভ ডের সুবিধা। এই টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে থাকছে।
এর আগে বৃষ্টির কারণে ভেসে যায় গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান মহারণ। তাই সুপার ফোরেও যেন একই পরিণতি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করেছে এসিসি।
সুপার ফোরে আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ। কোনো কারণে সেদিন আয়োজিত না হলে খেলা রিজার্ভ ডে'তে গড়াবে।
এক বিবৃতিতে এসিসি জানায়, ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলা চলাকালীন যদি প্রতিকূল আবহাওয়া বাধা সৃষ্টি করে। তাহলে স্থগিত হওয়া ম্যাচটি ১১ সেপ্টেম্বর গড়াবে।
উল্লেখ্য, বৃষ্টি শঙ্কায় এর আগে সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে হাম্বানটোটায় নিতে চেয়েছিল পিসিবি। তবে রাজী হয়নি ভারত। সেখান সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয় বলে জানায় তারা। সে কারণে আলোচনা থাকলেও আর ভেন্যু পরিবর্তন করেনি এসিসি।
এদিকে, শনিবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। টুর্নামেন্টটি যখন টান-টান উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে, সেসময় আবহাওয়া প্রভাব ফেলতে পারে।
পাকিস্তানের পর ১২ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ১৪ সেপ্টেম্বর শ্রীলংকা ও পাকিস্তানের ম্যাচও রয়েছে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১৮ সেপ্টেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের বাকী ৬টি ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।