muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন গফ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন গফ

ইউএস ওপেন পেল নতুন রানি। আসরের নারীদের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন কোকো গফ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২৪ হাজার দর্শকের সামনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৬-৩, ৬-২ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের এই ১৯ বছর বয়সী তারকা। এছাড়া সেরেনা উইলিয়ামসের (১৯৯৯) পর প্রথম টিনেজার হিসেবে ইউএস ওপেন জিতলেন তিনি।

ইউএস ওপেন জেতার আগে গফের সেরা সাফল্য ছিল গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল। ঘরের মাঠে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার পর তাকে নিয়ে অভিনন্দনে ডালা সাজিয়ে বসেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, কিংবদন্তি বক্সার মাইক টাইসনসহ আরও অনেকেই।

ফাইনাল জয়ের পর স্তব্ধ হয়ে গফ বলেন, ‘আমি এ মুহূর্তে কিছুটা বাকরুদ্ধ। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে কষ্টের ভেতর দিয়ে এটি দিয়েছেন। হয়তো অর্জনটাকে আরও মধুর করার জন্য। আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই। ’

Tags: