সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। যে কারণে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে অন্তত পাঁচ দিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো সাকিবের, যে কারণে তিনি ফিরে এলেন।
মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফাইয়াত সন্তানসম্ভবা। এবার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক।
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব ও মুশফিক— দুজনই একসঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।