muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে পাওনা টাকাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে পাওনা টাকাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে কৃষক আঃ রাজ্জাককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । নিহত আঃ রাজ্জাক ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের বাসিন্দা।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ফরিদপুর আনন্দ বাজার গ্রামের বাসিন্দা কৃষক আঃ রাজ্জাককে ট্রাক্টরের ভাড়া বাবদ পাওনা টাকা দেয়ার কথা বলে পাশ্ববর্তী ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়া ফোনে তার বাড়িতে ডেকে নেয়। পরে ভাড়ার টাকা নিয়ে বাকবিতন্ডর এক পর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাক কে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষযে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Tags: