muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বসানো বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কৈকুড়ি গ্রামের মজুন্দাপুকুরে ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর একই গ্রামের হারুনুর রশিদ ভোলা লিজ (জমা) নিয়ে মাছচাষ করছিলেন। পুকুরের মেয়াদকাল শেষ হওয়ায় পুকুরটি শুকাতে মনির নামের ওই শ্রমিক পুকুরে পানি সেচ দেওয়ার কাজ শুরু করেন। সোমবার সকালে পানি সেচকাজ শেষে বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তার মনিরের বুকের সাথে স্পর্শ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tags: