muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শাহিন নবাব, বিশেষ প্রতিনিধিঃ

জনাব মজিবুর রহমান ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা মার্কা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রামে গ্রামে জনগণের সাথে দেখা করেছেন। সবার খোঁজ খবর নিচ্ছেন।

maria-1

তিনি তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কাজ করে যাবেন বলে জানান। তিনি দারিদ্রমুক্ত, মাদকমুক্ত, শিক্ষিত আদর্শ গ্রাম গড়ার অঙ্গীকার দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান।

মোঃ মানিক মিয়া ৭ নং ওয়ার্ড মারিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছেন। এই এলাকাতেই ১৯৭৩ সনে এক সম্ভান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি এলাকার শিক্ষা উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন সহ আদর্শ গ্রাম ও সুশাসনের অঙ্গীকার নিয়ে তার কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। পবিত্র মাহে রমজান মাসে তিনি তার এলাকার বিভিন্ন বাড়িতে গরীব দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করেন এবং সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

maria-2
রাবেয়া আক্তার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা মেম্বার। তিনিও এলাকার উন্নয়নে কাজ করে যাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষতঃ তার নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে তিনি সুশিক্ষা ও সুস্বাস্থ্যের অঙ্গীকার দিয়ে তার কার্যক্রম শুরু করবেন বলে আশা করেন।

maria-3
মিলি বেগম ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি সন্ত্রাসমূক্ত সমাজ গড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি এলাকার সকল উন্নয়নে স্থানীয় জনগণের সর্বাত্মক সহায়তা কামনা করেন। এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে তিনি জানান, তার এলাকার সবচেয়ে বড় সমস্যা চলাচলের রাস্তা। এলাকার বেশীর ভাগ রাস্তাই কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে চলাফেরায় ভীষন অসুবিধার সৃষ্টি হয়। তাই এই রাস্তার উন্নয়নের জন্য তিনি তার পক্ষ থেকে যা যা করণীয় তা করবেন বলে অঙ্গীকার করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান

Tags: