muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ইংল্যান্ড সফরে পাকিস্তানকে ভুগতে হবে

ক্রিড়া ডেস্কঃ আসন্ন ইংল্যান্ড সফরে চারটি টেস্ট,পাঁচটি ওয়ানডের পাশাপাশি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তবে দেশটির প্রাক্তন টেস্ট অধিনায়ক সেলিম মালিক মনে করেন, ইংল্যান্ড সফরে পাকিস্তানকে ভুগতে হবে।

 

মালিক পাকিস্তানের জার্সি গায়ে ১০৩টি টেস্ট ও ২৮৩টি ওয়ানডে খেলেছেন। ইংলিশ কন্ডিশনে এশিয়ার সব দলের জন্য বড় বাঁধা সেখানকার কন্ডিশন। সেটা নিয়ে মালিক বলছেন, ‘ঐতিহ্যগতভাবেই ইংলিশ কন্ডিশনে এশিয়ার দলগুলোকে বেশ কষ্ট করতে হয়। পাকিস্তানের সমস্যা হলো গত কয়েক বছর ধরে তারা সংযুক্ত আরব আমিরাতে খেলছে ফ্ল্যাট পিচে। যেখানে বল সিম ও সুইং কিছুই করে না। বলও খুব বেশি টার্ন করে না।’

 

পাকিস্তান ক্রিকেটারদের ইংল্যান্ডে খাপ খাওয়ানো নিয়ে মালিক বলেন, ‘আমি মনে করি, আমাদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই সমস্যা হবে।’

 

পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার মালিক ইংলিশ কন্ডিশনে ছিলেন দারুণ সফল। তিন সেঞ্চুরির পাশাপাশি তিনি ইংল্যান্ডে করেছিলেন পাঁচটি ফিফটি। কাউন্টিতে এসেক্সের হয়ে খেলেছিলেন তিনি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ১৪ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: