রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় চলন্ত ট্রেন থেকে পরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড থেকে একশো গজ দুরে রেললাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিমানবন্দর স্টেশনের পুলিশ ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সুত্রধর বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। ওই দুই যুবক ট্রেনের ছাদ থেকে নাকি ট্রেনের দরজা থেকে পরে গেছে সেটি জানা যায়নি। সিআইডির ক্রাইমসিন তাদের ফিঙ্গারপ্রিন্ট নিলেও পরিচয় নিশ্চিত হতে পারেনি।