কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষ হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।
তিনি জানান, দুপক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাৎক্ষণিক তার নাম ও পরিচয় জানা যায়নি।
Tags: