মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভুইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান, সাংবাদিক মোস্তফা কামাল, অ্যাডভোকেট এ.বি.এম লুৎফর রাশিদ রানা, আলম সারোয়ার টিটু, সাইফ উদ্দিন আহমেদ লেনিন, আবু তাহের, নজরুল ইসলাম খায়রুল, সুলতান মাহমুদ কনিক ও জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কার্যক্রম। বক্তারা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে জেলা পর্যায়ে কাজের অগ্রগতি তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা,গণ্যমান্যব্যক্তিবর্গসহ প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান