muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নে কোনো গতানুগতিক পদ্ধতি অনুসরণ করার সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে নির্দেশনা দেয়া হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠিয়েছে অধিদপ্তর।

এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত আদেশে বলা হয়, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীতব্য মূল্যায়ন সংক্রান্ত গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আদেশে আরও বলা হয়, বিষয়ভিত্তিক মূল্যায়ন বিষয়ে কোনো গতানুগতিক পদ্ধতি অনুসরণকরার সুযোগ নেই।

Tags: