muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

মেট্রোরেলের একটি কোচ ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাজধানীর পল্লবী স্টেশনে ৪০ মিনিট ধরে বন্ধ ছিল। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার দিকে আগারগাঁওমুখী মেট্রোরেলের একটি ট্রেন পল্লবী স্টেশনে এসে থেমে যায়।

মেট্রোরেলে থাকা যাত্রী মেহেরিন জাহান গণমাধ্যমকে বলেন, বিকোল ৪টা ৬ এর দিকে উত্তরা দক্ষিণ থেকে পল্লবী যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে ট্রেনের গতি কমতে কমতে থেমে যায়। প্রায় দেড় মিনিটের মতো এই অবস্থায় থাকার পর ফের ধীর গতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়।

তিনি আরও বলেন, সেখানে প্রায় ৪টা ১০ মিনিটে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে। আরও পরে ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। পরে ৪টা ৫৩ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

এ বিষয়ে নাম প্রকাশ না করে মেট্রোরেলের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, চালক অসুস্থ হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রত্যেক ট্রেনে একজন করে চালক থাকে। তাই ওই ট্রেনের চালককে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলে ডিপো থেকে সড়ক পথে আরেকজন চালক এসে ট্রেনটি চালু করে। এ জন্য বিলম্ব হয়েছে।

Tags: