muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

অবশেষে বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো শিশু জুনায়েদের

অবশেষে বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো শিশু জুনায়েদের

সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি গেটের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে কুয়েতগামী বিমানে উঠে আলোচনায় আসে শিশু জুনায়েদ।

এবার বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে বিমানে করে পর্যটন শহর কক্সবাজার এসে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে তার।

জুনায়েদের বরাত দিয়ে চাচা ইউসুফ মোল্লা বলেন, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা গেইট পেরিয়ে বিমানে উঠেছিলো জুনায়েদ। কিন্তু আকাশে উড়তে না পারার আক্ষেপ ছিলো তার। অবশেষে সে স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন।

তিনি বলেন, আমার ভাতিজার কারণে আমিও প্রথম বিমানে চড়তে পারলাম। ওয়ালটন আমাদের ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসলো। আমার ভাতিজা জুনায়েদের স্বপ্ন পূরণ হলো। এ ছাড়া যে নিরাপত্তাকর্মীদের চাকরি চলে গেছে, তাদের চাকরি যেন তারা ফিরে পায় সরকারের কাছে এই আবেদন জানাই।

জুনায়েদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।

Tags: