muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার ১০৪ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

রোববার বিজেএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করবে এবং এর পর যোগ্য প্রার্থীদের নিম্ন আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, মামলা জট কমাতে আদালত ও বিচারকের সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছে সরকার। পুলিশ ভেরিফিকেশনের পর তাদের পদায়ন করা হবে।

সুপ্রিমকোর্টের হিসাব অনুযায়ী, সারা দেশের নিম্ন আদালতে বর্তমানে সাড়ে ৩৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা পরিচালনার জন্য প্রায় ১ হাজার ৯০০ জন বিচারক রয়েছেন।

Tags: