সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। আজ সোমবার দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাতে আমিনবাজারে তৈরি সমাবেশ মঞ্চ ভেঙে দেয়ায় আজকের কর্মসূচি স্থগিত করেছে দলটি।
বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় সমাবেশ করার কথা ছিল ঢাকা জেলা বিএনপির। কিন্তু গতকাল মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঞ্চ ভেঙে ফেলেছে বলে জানান ঢাকা জেলা বিএনপি সদস্য সচিব নিপুন রায়। এর ফলে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
নিপুণ রায় গণমাধ্যমকে বলেন, ‘আমিনবাজারে আমাদের সমাবেশ মঞ্চ পুলিশ ভেঙে ফেলেছে। বিকেল তিনটায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে। তবে আমরা আগামীকাল (মঙ্গলবার) একই জায়গায় কর্মসূচি পালন করব।’
বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবারের কর্মসূচির বিষয় সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান নিপুন রায়।
এদিকে আজ পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা ৩টায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।