২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৩টি মহাদেশের ৬টি দেশে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমন পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরো ৬টি দেশে আয়োজিত হবে আসন্ন ২০৩০ ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসিদের দেশসহ আয়োজক হিসেবে থাকছে উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, মরক্কো ও পর্তুগাল।
১৯৩০ সালে শুরু হয় ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ওই আসরের রানার্স আপ আর্জেন্টিনা। সেই হিসেবে ম্যাচ আয়োজন করবে তারা। আর দক্ষিণ আমেরিকার ফেডারেশন কনমেবলের জন্মস্থান হিসেবে ৩য় ম্যাচ প্যারাগুয়েতে অনষ্ঠিত হবে।
আর মরক্কো ফিফার কাছে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়। এর আগে ৫ বার এই আবেদন করেছিল তারা। প্রতিবারেই বাদ পড়েছে তাদের আবেদন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগাল এবং স্পেন। বিশ্বকাপ আয়োজনে তারা ছিল বড় দাবিদার।