muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

হঠাৎ বন্যায় সিকিমে ১০ জনের মৃত্যু, সেনাসদস্যসহ নিখোঁজ ৮২

হঠাৎ বন্যায় সিকিমে ১০ জনের মৃত্যু, সেনাসদস্যসহ নিখোঁজ ৮২

অতিবৃষ্টির জেরে ভারতের সিকিম রাজ্যে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮২ ব্যক্তি। স্থানীয় সরকারি দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিমে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টি হয়। বৃষ্টিপাতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। পাশাপাশি চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এতে সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হন।

বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ২৩ জন সেনা সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। এখনো ২২ জন নিখোঁজ রয়েছেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে সিকিমে অন্তত ১৪টি সেতু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সেখানকার বিভিন্ন জায়গায় প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর বলেছে, সিকিমের চানথাং হ্রদের উপচে পড়া পানিপ্রবাহের ফলে তিস্তার পানির উচ্চতাও অনেক বেড়ে গেছে। এতে গাজলডোবা, দোমোহানি, মেখালিগঞ্জ ও ঘিশের মতো নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Tags: