মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
নীল আকাশী খামে একটি কবিতা লিখছি
আজ তোরি নামে
এ জীবনে হয়ত তোকে আর পাবো না
কোনো কিছুর দামে ।
তবু পথ চেয়ে থাকবো তোরই আশায়
রজনীগন্ধা বকুলমালা আর হলো না দেওয়া
আর হলো না প্রেমের পরশ কবিতাতে নেওয়া।
খুব জানতে ইচ্ছে করে তুই কেমন আছিস
স্মৃতিগুলো একেবারেই তুই ভুলে গেছিস ।
আজ থেকে ঠিক একটি বছর আগে এই দিনে
আমার হাত পুড়ে যাওয়ায় তোর নিজের হাত কেটে
রক্তাক্ত করেছিলে, আর সেকি কান্না করেছিলে
সেদিন বুঝিনি তোর ভালোবাসা —-
জানিনা আজ কি অন্যায়ের এত শাস্তি আমায় দিলি
একটি বছর কেঁদে কেঁদে চোখ দুটো নষ্ট করছি
তবু ছাড়ছিনা তোর আশা, হঠাৎ যদি পাই দেখা
চুপি চুপি বলবো নিরালায়, যে ভালোবাসা আমায় দিয়ে
পেয়েছিলে শুধুই অবহেলা , আজ শুধু আমি দিয়ে যাবো
আমার হৃদয়ের উজাড় করা সবটুকু জ্বালাময় ভালোবাসা।
আপন অনুতাপে জানিনা আজ এ কোন দহনে
বার বার পুড়াতে চায় এ মন নিজেকে
বুঝিনাতো কিছু ,কেনইবা নিচ্ছি তোরি পিছু ।
মনে পড়ে আজ খুব বেশি মনে পড়ে তোকে
নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখী করাই ছিল তোর কাজ
তীব্র ব্যথায় ছটফট করি নির্লজ্জের মতো তাকিয়ে থাকি
তোর চোখে চোখ রাখি অসহায়ের মতো ডাকি ।
বুকের পাঁজরে কষ্ট, শুধুই কষ্ট বাড়ে–
ভয়ংকর ভয়াবহ যুদ্ধ করে নিজের সাথে টিকে আছি
এবার আমি ক্লান্ত বুকে প্রচণ্ড ব্যথা ,না বলা কথা
না পাওয়ার হাহাকার যন্ত্রণা আমাকে পুড়ে পুড়ে
নিঃশেষ করে,হাত জোর করে এবার করছি মিনতি
বড্ড সিমাহীন তৃষ্ণার্ত আবেদন করিসনা নাকোচ ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৬-২০১৬ইং/ অর্থ