muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নির্মাণ শ্রমিক সেজে আসামিকে ধরলো পুলিশ

নির্মাণ শ্রমিক সেজে আসামিকে ধরলো পুলিশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ভাড়ার পাওনা টাকাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্মাণশ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফাতর আলমগীর (৪০) কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়ার জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন আব্দুর রাজ্জাক। এ বাবদ মানিক মিয়ার কাছ থেকে টাকা পেতেন আব্দুর রাজ্জাক। পরে মানিক মিয়ার বাড়িতে পাওনা টাকা আনতে যান রাজ্জাক। এসময় টাকা দেওয়া নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন রাজ্জাককে।

পরে স্থানীয়রা তাকে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর নিহত রাজ্জাকের ছেলে শিপন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেন।

Tags: